Market

এশিয়ায় ধনীদের মধ্যে শীর্ষে নিজের জায়গা ধরে রাখলেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানি। কিন্তু পিছিয়ে নেই আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। একলপ্তে নিজের সম্পত্তির পরিমাণ চার গুণ বাড়িয়ে অধিকার করলেন দ্বিতীয় স্থান। আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২১ এর তালিকা অম্বানির পরে দ্বিতীয় স্থানে আদানিকেই দিয়েছে।
সূত্রের খবর, গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় চিনের ধনকুবের ঝং শানশানকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। ১ লক্ষ ৪০ হাজার ২০০ কোটি টাকা বাড়িয়ে বর্তমানে আদানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫ হাজার ৯০০ কোটি টাকা। বর্তমানে আদানির দৈনিক রোজগার দাঁড়িয়েছে ১ হাজার ২ কোটি টাকায়।
এছাড়াও এই তালিকায় রয়েছেন এইচসিএলের শিব নাদার, এসপি হিন্দুজা, লক্ষ্মী মিত্তাল, পুনাওয়ালা, দামানির মত ব্যক্তিত্বরা। শীর্ষ দশ বিত্তশালীদের তালিকায় প্রথমবারের মত উঠে এসেছেন গৌতম আদানির ভাই বিনোদ শান্তিলাল আদানি। তিনগুণ সম্পত্তি বাড়িয়ে তাঁর স্থান এখন অষ্টমে।
ব্যুরো রিপোর্ট+