Market
অম্বানীকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে চলেছে আদানি। অপ্রচলিত শক্তি তৈরিতে দ্বিগুণ বিনিয়োগ করার কথা জানিয়েছে আদানি গ্রুপ। সংস্থা সূত্রে খবর, আগামী দশ বছরে এই খাতে আদানি গোষ্ঠী বিনিয়োগ করতে পারে ২ হাজার কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ কোটি টাকা।
কয়েক মাস আগেই অপ্রচলিত শক্তিকে পাখির চোখ করেছেন দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ অম্বানি। হাইড্রোজেন জ্বালানী এবং অপ্রচলিত শক্তি খাতে ১ হাজার কোটি মার্কিন ডলার লগ্নি করছে বলে জানায় রিলায়েন্স। পাশাপাশি বিপুল কর্মসংস্থানের কথাও তুলে ধরা হয় সংস্থার পক্ষ থেকে।
এবার সেদিক থেকে এক বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আদানি গ্রুপ। কারণ দ্বিগুণ লগ্নির মাধ্যমে তারা আপাতত লক্ষ্য নিয়েছে আগামী চার বছরে অপ্রচলিত শক্তির উৎপাদন তিনগুণ বাড়িয়ে দেওয়ার। একইসঙ্গে তৈরি করা গ্রিন হাইড্রোজেন। সংস্থা সূত্রে খবর, বিশ্বের সবচেয়ে সস্তা গ্রিন ইলেকট্রন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে আদানি।
ব্যুরো রিপোর্ট