Trending
একের পর এক রেকর্ড ব্রেকিং উত্থান। বিশ্ব ধনীদের তালিকায় এবার বার্নার্ড আরনল্টকে টপকে দু’নম্বরে আদানি। সেই হিসেবে এখন ভারতীয় শিল্পপতি গৌতম আদানির সামনে রয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। এমনটাই জানাল, ফোর্বস। ফোর্বসের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, গৌতম আদানি পিছনে ফেলে দিয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজোসকেও। বর্তমানে আদানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৫.৭ বিলিয়ন ডলার।
প্রসঙ্গত, গত শুক্রবারেই আদানি গ্রুপের স্টক একধাক্কায় বৃদ্ধি পায় প্রায় ৩.৬৪ শতাংশ বা ৫.৫ বিলিয়ন ডলার। গত বৃহস্পতিবার আদানি গ্রুপের সর্বমোট শেয়ার ভ্যালু ছিল ২০.১১ লক্ষ কোটি টাকা। এই আকস্মিক বৃদ্ধির কারণেই গৌতম আদানি ছাড়িয়ে গেলেন বিশ্বের তিন নম্বর ধনীকে। আর যে কারণে, বার্নার্ড আরনল্ট নেমে এসেছেন তিন নম্বর স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৫.২ বিলিয়ন ডলার। অন্যদিকে অ্যামাজন কর্তা জেফ বেজোস নেমে এসেছেন চতুর্থ স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪৯.৭ বিলিয়ন ডলার। এছাড়াও প্রথম দশ জন বিলিয়নেরারের তালিকায় রয়েছেন বিল গেটস, ওয়ারেন বাফেট, মুকেশ অম্বানির মতন একাধিক শিল্পপতি। এখানেই জানিয়ে রাখি, একদিকে যখন জেফ বেজোস, এলন মাস্ক বা ওয়ারেন বাফেটের মতন ধনকুবেররা ২৪ ঘণ্টায় ভালোরকম আর্থিক ধাক্কার সম্মুখীন হল তখন অন্যদিকে চলতি বছরে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন দু’জন ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানি এবং গৌতম আদানি। তবে আদানির সম্পদবৃদ্ধি চমকে দিয়েছে অন্যান্য ধনকুবেরকে। চলতি বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৭২.৪ বিলিয়ন ডলার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ