Prime
Daily
করোনাকে হারালেন অভিনেত্রী সন্ধ্যা রায়
By Business Prime News | May 18, 2021
Daily
করোনা যুদ্ধে জয়ী বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। হাসপাতাল সূত্রে খবর আপাতত তিনি একেবারেই ভাইরাসমুক্ত। বার্ধক্যজনিত কিছু সমস্যা বাদ দিয়ে আর কোন অসুস্থতা নেই। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে। তাই খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানান হয়েছে হাসপাতাল সূত্রে।
মে মাসের প্রথম দিকেই জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয় বাংলা সিনেমার এই প্রবীণ অভিনেত্রীকে। তারপর করোনা পরীক্ষা কড়া হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যায়, কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।
বর্তমানে তিনি সুস্থ। ভাইরাসের থাবা থেকেও ছাড়িয়ে নিয়েছেন নিজেকে। সুতরাং খুব শীঘ্রই তাঁকে বাড়ি ফিরিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট