Daily

তাজা বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে তৈরি হল চাঞ্চল্য। ঘটনাটি
ঘটে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজম পুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীররাতে এলাকায় পুলিশি টহল দেওয়ার সময় দেখা যায় ৩৫ বছরের শেখ মইদুল চারটি তাজা বোমা মজু্ত করে রেখেছ। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে চারটি তাজা বোমাসহ হাতেনাতে গ্রেপ্তার করে আইএসএফ কর্মীদের। আজ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। গণনার আগের দিন এই ধরনের বোমা কোথা থেকে এলো,কী উদ্দেশ্যে ছিলো, নাকি বোমা তৈরি করা হচ্ছিল সেখানে, সবটাই খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।
যদিও স্থানীয় তৃণমূল নেতার মুখে শোনা গেল অন্য সুর। তিনি বলেন, “এটা তাদের কালচার। ভোট গণনার আগে অশান্তি পাকানোর জন্য এই ধরনের বোমা মজুত করে রেখেছে”। তল্লাশি চালালে এ ধরনের আগ্নেয়াস্ত্র বোমা পাওয়া যাবে বলেও দাবি করেন তিনি।
এছাড়াও ৫, জন আই,এস,এফ কর্মীর বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হাড়োয়া তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ। এলাকার মানুষের মধ্যে একটা ভীতসন্ত্রস্ত করার চেষ্টা করছে তারা বলে জানান তৃণমূল নেতৃত্ব।
অঙ্কিত মুখার্জী, বারাসাত