Daily

আব্দুল হাই, বাঁকুড়াঃ আজ সকাল দশটার সময় বাঁকুড়া রানীগঞ্জ জাতীয় সড়ক NH60 তে দুর্লভপুর ফ্লাই ওভারে পথ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার কবলে পড়ল একটি পুলিশের গাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশের গাড়িটি রাণীগঞ্জমুখী ছিল এবং অপর দিক থেকে আসা একটি পিক-আপভ্যান মুখোমুখি ধাক্কা মারে । ঘটনাস্থলে পুলিশের গাড়ির ড্রাইভার গুরুতর আহত হন। আহত চালক কে স্থানীয়রা অমরকানন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পিক-আপভ্যানের ড্রাইভার পলাতক। খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। এর ফলে দীর্ঘক্ষন রাস্তায় যানচল ব্যহত হয় ।