Daily

দেওয়ালে পিঠ থেকেছে রাজ্যের শিক্ষাবিদদের। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী হিংসার সঠিক তদন্ত চেয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রায় ৬০০ শিক্ষাবিদ। রয়েছেন অধ্যাপক ও উপাচার্যরাও। ভোট পরবর্তী হিংসায় কার্যত বিদ্ধস্ত রাজ্যের শিক্ষাবিদদের একাংশ।
গত ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয় হিংসার আবহ। বিশেষত যারা শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তাদের উপর চলছে অকথ্য অত্যাচার। চলছে হত্যালীলা। নির্বাচন পরবর্তী হিংসার তদন্ত চেয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিতে অনড় তারা। তৃণমূল তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তাদের ৩৭ জন দলীয় কর্মীকে হত্যা করা হয়েছে এবং গত ৫ বছরে ১৬৬ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলেও অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বাংলার শাসকদলের সমর্থিত গুন্ডাদের হামলায় প্রচুর মানুষ বিশেষত বাঙালি সম্প্রদায় ভয়ে ভয়ে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে আশ্রয় নিয়েছেন ইতিমধ্যেই। গোটা ঘটনার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের মতো স্বতন্ত্র কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন তারা। পাশাপাশি সুপ্রিম কোর্টের কাছেও এই বিষয়ে নোটিশ জারি করার কথা বলা হয়েছে। এসব ঘটনা অসাংবিধানিক এবং অনৈতিক বলে দাবি করেছেন শিক্ষাবিদরা।
ব্যুরো রিপোর্ট