Market

ফের বাড়তে পারে এসি, ফ্রিজের দাম। বিগত কয়েক মাসে বেড়েছে কাঁচামালের দাম ও পণ্য পরিবহনের খরচ। এই বর্ধিত খরচের একটা অংশ ক্রেতাদের কাঁধে চাপিয়ে দিয়েছে বেশ কয়েকটি দীর্ঘমেয়াদি ভোগ্যপণ্য সংস্থা। তার ফলে নতুন বছরের গোড়ায় এসি এবং রেফ্রিজারেটরের দাম বেড়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সেগুলির দাম আরও কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছে সংস্থাগুলি।
দাম বৃদ্ধির তালিকায় যোগ হতে পারে ওয়াশিং মেশিন-সহ হোম অ্যাপলাইন্স সামগ্রী। জানুয়ারি থেকে মার্চের মধ্যে বিভিন্ন পণ্যের দাম ৫%-৭% বাড়বে বলে সূত্রের খবর। এদিকে, উৎসবের মরসুমের কাঁধে ভর করে মাথা তুলেছিল ভোগ্যপণ্যের বাজার। দাম বাড়লে চাহিদা ফের ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট,
বিজনেস প্রাইম নিউজ