Market
বি পি এন ডেস্ক: মার্চ মাস থেকেই গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। তাই এসির বিক্রিও বেড়েছে সমানতালে। কিন্তু ছন্দ কাটল আবার। এপ্রিল থেকে আবারও বাড়ল এসির দাম। এই নিয়ে গত ১০০ দিনে দু’বার মূল্যবৃদ্ধি হল এসির। বছর শুরুতে ব্লু স্টার, প্যানাসোনিক, এলজি, গোদরেজের মত কোম্পানি এসির বিক্রয়মূল্য বাড়িয়েছিল ৫-৮%। কিন্তু আবারও মূল্যবৃদ্ধি হওয়ায় এসির দাম বেড়ে গেল প্রায় ৮-১৩ শতাংশে।
কয়েকমাসের তফাতে দ্বিতীয় দফায় এসির মূল্যবৃদ্ধির কারণও ব্যাখ্যা করেছে কোম্পানিগুলির শীর্ষ মহল। তারা জানিয়েছে, কাঁচামালের সঙ্গে পণ্য পরিবহনের দামও বেড়েছে লাফিয়ে। কোভিড পরিস্থিতি তৈরি হবার পরেই স্টিল, তামার মত কাঁচামালের আমদানিমূল্য বেড়েছে ২০০-৩০০%। পাল্লা দিয়ে বেড়েছে উৎপাদনমূল্যও। যার ফলে পুরনো দামে এসি বিক্রি করতে গিয়ে রীতিমত বেগ পেতে হচ্ছিল কোম্পানিগুলিকে। কিন্তু প্রথমে চাহিদা তৈরি না হওয়ায় কোম্পানিগুলিকে অপেক্ষা করতে হচ্ছিল সঠিক সময়ের। এখন চাহিদা বাড়ায় তারই সরাসরি প্রভাব পড়ল বিক্রয়মূল্যে।