Trending

বন্দে ভারতে বৃষ্টি! না…না ছাদ ফুটো হয়ে বৃষ্টি নামে নি। তবে যা পরিস্থিতি তাকে বৃষ্টি বললেই বা খুব ভুল কি বলা হবে? গ্যাঁটের কড়ি খরচ করে যাত্রীরা ট্রেনে উঠবেন। তাও আবার যে সে ট্রেন নয়, একেবারে বন্দে ভারত। সেমি হাই স্পিড। সেই ট্রেনে আরামদায়ক সফর করবেন যাত্রীরা এটাই তো কাম্য। এবার সেই ট্রেনের ছাদ থেকে যদি সিটে বসা যাত্রীদের গায়ে ছ্যাড়ছ্যাড় করে জল পড়ে তাহলে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়াটা তো ভুলের কিছু নয়। তেমনই ছবি ধরা পড়ল এবার। বন্দে ভারতের মধ্যেই ছাতা খুলে বসে পড়েছেন একাধিক যাত্রী। কিন্তু কেন এমন হল? জানা যাচ্ছে, এসি বিকল হয়ে যাওয়াতেই নাকি এই বিপত্তির সূত্রপাত। জল পড়তে শুরু করে একেবারে ট্রেনের ভিতরে, বসে থাকা যাত্রীদের মাথায়। দেখুন সেই ভিডিও।
বন্দে ভারত নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে যেদিন প্রধানমন্ত্রী নিজে একের পর এক বন্দে ভারতের উদ্বোধন করেছেন। বন্দে ভারত কিছুটা প্রাপ্তবয়স্ক হলেও এখনো যাত্রীদের মধ্যে এই ট্রেন নিয়ে উন্মাদনা কম নয়। বরং স্টেশনে এসে দাঁড়ালে, আর হাতে সময় থাকলে এখনো অনেককে বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। এখনো সেই উন্মাদনা মানুষের মধ্যে রয়েছে। কিন্তু বন্দে ভারতের অবস্থা যদি এভাবে দিনেদিনে পড়তে শুরু করে, তাহলে কি আর বন্দে ভারত নিয়ে মানুষের মধ্যে সেই উন্মাদনা স্থায়ী হবে? আগে বন্দে ভারতের মেনু নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ধরা পড়েছিল। কিন্তু এবারে যেন একেবারে আলাদা। সটান জল পড়তে শুরু করল যাত্রীদের মাথায়। আর মাথা বাঁচাতেই ছাতা খুলে বসলেন তাঁরা। শিলিগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারতে এমনই এসি বিভ্রাটের কারণে যাত্রীদের দুর্ভোগ যেন বাড়ল। মালদার পর থেকেই জল পড়া শুরু হয়। সেই সময় টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকে কোন লাভ হয়নি। অবশেষে বীরভূম আসতেই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। অগত্যা জল মুছে পরিস্থিতি সামাল দিতে উদ্যত হন রেলকর্মীরা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ