Daily
এখন এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন পৌঁছতে পারবেন একটি ঘণ্টায়। মধ্যিখানে একটা মাত্র স্টপেজ। ভাড়া ১০০ টাকা। চালু হল এয়ারপোর্ট-হাওড়া এসি বাস পরিষেবা। উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এএসএসওয়ান নামে এই বাতানুকূল শাটল বাসটি এয়ারপোর্ট ছেড়ে কৈখালী-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদী বাগ হয়ে পৌঁছে যাবে হাওড়া স্টেশন। প্রয়োজন পড়লে বাস ৩ মিনিটের জন্য দাঁড়াবে এসপ্ল্যানেড L 20 বাস স্ট্যান্ড এর সামনে।
উল্লেখ্য, যে-কোন মেট্রো শহরে এয়ারপোর্ট থেকে বেরনোর পর রেল স্টেশনে পৌঁছনোর জন্য বড় ভূমিকা থাকে মেট্রোর। সেই কাজের গতি কলকাতায় ভালোরকম থাকলেও প্রকল্প বাস্তবায়নে এখন কিছুটা দেরি আছে। আর যে কারণে কলকাতা বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পৌঁছনোর জন্য বড় ভূমিকা রাখবে এই দুটো বাস। এয়ারপোর্টের ডোমেস্টিক পয়েন্ট থেকে যেকোন এগজিট গেট দিয়ে বেরিয়ে সোজা চলে আসা যাবে ট্রলি জোনের একেবারে শেষের দিকে। সেখানেই অপেক্ষা করবে এই বাস। জানা গিয়েছে, এই রুট জনপ্রিয় হলে ক্রমশই বাসের সংখ্যা আরও বাড়ানো যাবে। ভোর থেকে রাত পর্যন্ত পাওয়া যাবে এই বাস পরিষেবা।