Daily
মাছের রাজা ইলিশ। আর মরসুমের দিন গুলোতে বাঙালির পাতে ইলিশ না পরলে ব্যাপারটা কিছুটা নুন ছাড়া তরকারির মতো হয়ে ওঠে বাঙালির কাছে। মরসুমের শুরুর দিকে কিছুটা উদাস করলেও, ফের মৎস্যজীবীদের মুখে হাসি আনল রুপালি শস্য। নামখানা ও কাকদ্বীপ মত্স্য বন্দরে দুই দিনে প্রায় ২২০ টন ইলিশ এল। মাছগুলি আকারে বেশ বড় বলেও জানিয়েছেন মৎস্যজীবীরা।
মরসুমের শুরুর দিকে মাছের ঝাঁকের পরিমাণটা কম হলেও মরশুম যত এগিয়েছে, জালে মাছ ওঠার পরিমাণও বেড়েছে। প্রায় চার হাজার টন ইলিশ উঠেছে বলে জানা গিয়েছে এই আড়াই মাসে। এবং ইতিমধ্যেই গতবারে জালে ধরা পরা মাছের পরিমাণকে ছাপিয়েও গেছে তা।
গত সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে মাছ ধরার ট্রলার গুলি এবার ফিরছে। আর সাথে করে নিয়ে আসছে ৫০০ থেকে ৭০০ গ্রাম পর্যন্ত ওজোনের ইলিশ মাছ। এদিকে, এখনও প্রায় দেড় মাসের মতো মাছ ধরার সময় পড়ে রয়েছে। ফলে গত কয়েক বছরের তুলনায় কিছুটা বেশি লাভের আশায় মুখ চেয়ে রয়েছেন ট্রলার মালিক থেকে মত্স্যজীবী, প্রত্যেকেই।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ