Market

বাজারে ফুলের যা দাম তাতে পেট্রোল ডিজেলকে বলবে দূরে থাক। এখন তো সাংঘাতিক রকমের ছেঁকা দিচ্ছে ফুলও। কৌতুকের বশে অনেকেই বলছেন, এখন নাকি ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার মত অবস্থা হয়েছে বাজারে।
পুজোর কিছুদিন আগে অবধিও যেখানে আকন্দ ফুলের মালা বিক্রি হচ্ছিল বান্ডিল পিছু ৬০-৭০ টাকায়, সেখানে এখন বান্ডিল পিছু আকন্দ বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকায়। গাঁদার বান্ডিল ৮০-৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০-৪০০ টাকা। জবার মালা বিক্রি হচ্ছে ১ পিস ১৫-২০ টাকায়। মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। ক্ষুব্ধ বিক্রেতারাও। দাম শুনে কেউ আর ফুল কিনতে চাইছেন না।
তবে ঠিক কি কারণে এই মূল্যবৃদ্ধি? ব্যবসায়ীদের একাংশের দাবি, পুজোর মরশুমের জন্যই এই মূল্যবৃদ্ধি। তারমধ্যে লাগাতার নিম্নচাপ, বৃষ্টি আর বন্যায় কার্যত বিদ্ধস্ত হয়েছে ফুল ব্যবসা। আর সবচয়ে বড়ো কথা। জ্বালানির দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচ। তাই সাপ্লায়াররা দাম বাড়িয়ে দিয়েছে।
এখন সামনেই জগদ্ধাত্রী পুজো। আর তারপরই মোটামুটি বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের সাময়িক ইতি ঘটবে। তারপর কি আদৌ কমবে ফুলের দাম? উত্তর দেবে সময়ই।
ব্যুরো রিপোর্ট