Daily

রঙিন মাস বসন্ত। আর কিছুদিনের মধ্যেই আবিরের রঙে সাজবে চারিপাশ। সামনেই যে দোল। তাই আবির তৈরির কারখানাগুলোতেও রয়েছে চরম ব্যস্ততা। লাল, হলুদ, গোলাপি, সবুজ, বেগুনি – আরও নানান রঙের আবির তৈরি করতে ব্যস্ত কর্মীরা। তবে এই রঙিন ব্যস্ততার আড়ালে কোথাও ভীষণ যেন ফ্যাকাসে একটা ছবি ফুটে উঠলো বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়।
অতিমারির কারণে গত দুবছর ধরে কার্যত বন্ধ ছিল ব্যবসা। এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, আগের মত ছন্দে ফেরেনি আবির ব্যবসা। অন্যান্যবারের তুলনায় মাত্র ২৫% কাজ করার বরাত পেয়েছেন কারখানার মালিকরা। বিক্রিও নেই তেমন। তবে এত কিছুর মধ্যেও দিন বদলের আশায় রয়েছেন আবির কারখানার মালিক সুদেব মণ্ডল।
আগের চেয়ে বিক্রি কমেছে অনেকটাই। এদিকে বছরের এই কটা দিন বাড়তি পয়সা রোজগারের আশায় আবির তৈরি করতে বাইরে থেকেও প্রচুর শ্রমিক আসেন। নিজের হাতেই সমস্ত আবির বানান তারা। কিন্তু অতিমারি যেভাবে ব্যবসাকে পঙ্গু করেছে, তাতে রীতিমত চিন্তিত কারখানার ম্যানেজার তথা কর্মচারী মনেশ্বর বর্মণ।
দুবছরের অতিমারি শেষে, অল্প অল্প করে ঘুরে দাঁড়াচ্ছে ব্যবসা। যার ছোঁয়া রয়েছে আবির ব্যবসায়ীদের গলাতেও। এখন সব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে কবে তারা মূলস্রোতে ফিরে আসেন, সেটাই দেখার।
বিক্রম লাহা
বিজনেস প্রাইম নিউজ