Trending
নির্বাচন কমিশনের শো-কজ নোটিশকে চ্যালঞ্জ জানাবেন বিজপেই প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। নির্বাচন কমিশনের কিছুকিছু কর্মকর্তা কোনকারনে প্রভাবিত হয়ে শো-কজ নোটিশ দিয়েছেন বিচারপতি গাঙ্গুলিকে। এই ধরণের শব্দচয়ন ব্যবহার করে শো-কজের নোটিশ জারি করা যায় না। এবিষয়ে কমিশন কোন ব্যবস্থা না নিলে প্ররথি নিজেই নাকি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি। নির্বাচন কমিশনের রায়ের বিরধিতা করে প্রত্যুত্তরে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আরও কি বল্লনে শুনুন…
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে হলদিয়াতে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্ত হয়েছিল বাংলার শাসক দল। আর এই মন্তব্যের জেরেই শো-কজ করা হয়েছিল তমুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিত গাঙ্গুলিকে। আর এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই স্পষ্ট হল নির্বাচন কমিশনের রায়ে কার্যত অসন্তুষ্ট তম্লুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি।
প্রসূন ব্যানার্জী
মেদিনীপুর
বিজনেস প্রাইম নিউজ