Trending
বিতর্কিত কৃষি আইন নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ভারত। নরেন্দ্র মোদীর এই কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহারও একইভাবে আলোড়ন তুলল গোটা ভারতে। তবে মোদী সরকার ক্যাবিনেটের মাধ্যমে জনবিরোধী আইন পাশ করা, মানুষের উপর তা চাপিয়ে দেওয়া এবং নিজের ইচ্ছে মত তার প্রত্যাহার নিয়ে কড়া মন্তব্য করেছেন বিরোধী গোষ্ঠীর নেতারা। এবার সেই একই সুর শোনা গেলো জেলা ক্ষেত মজদুর সভাপতি আব্দুল মাতিনের বক্তব্যে।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে দিল্লির সীমান্তে আন্দোলন চালিয়ে গেছে এই কৃষক বিরোধী আইন প্রত্যাহারের জন্য। আন্দোলনকে সমর্থন করেছেন বাংলার মুখ্যমন্ত্রীও। অবশেষে উত্তাল ভারতের পরিস্থিতিতে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী ক্যাবিনেট। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে কি বললেন ক্ষেত মজদুর সভাপতি আব্দুল মাতিন? শুনুন
কুশল শরীফ
বহরমপুর