Trending

রিলিজ হওয়ার পর থেকেই সমালোচনা আর বিতর্কের শিকার আমিরের ‘লাল সিং চাড্ডা’। কখনও বয়কটের ডাক তো আবার কখনও করিনা কাপুরের মন্তব্যকে ঘিরে বিতর্ক। বক্স অফিসের মন্দ ভাগ্য যেন পিছু ছাড়ল না আমিরের এই সিনেমার। বিগ বাজেটের এই সিনেমা ১০০ কোটির ঘরে পৌঁছানও তো দূরের কথা, মূলধন টুকুও তুলতে পারেনি এখনও। এবার সেই পরিপ্রেক্ষিতেই বড়সড় সিদ্ধান্ত নিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
২০২২ এ মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’র কারণে আমির খানকে যে হারে বক্স অফিসে ধাক্কা খেতে হয়েছে তা আয়ের হিসেব-নিকেশ করলেই বোঝা যায়। মাত্র ৬০ কোটি টাকাও আয় হয়নি এই সিনেমাটি থেকে। ‘লাল সিং চাড্ডা’র প্রযোজনা সংস্থা ভায়াকম এইটিন এখনও পর্যন্ত মোট ১০০ কোটির লোকসানে পড়েছে। সেই কারণেই জানা গিয়েছে পারিশ্রমিক ফিরিয়ে দিতে পারেন আমির খান। এবং এমনটা যদি হয় তাহলে কিছুটা হলেও ঘাটতি পূরণ হবে প্রযোজনা সংস্থার।
প্রসঙ্গত উল্লেখ্য, যে কোনও সিনেমা ফ্লপ হলেই আমির নিজের কাঁদে সেই দায় নিয়ে পারিশ্রমিক ফেরান প্রযোজনা সংস্থাকে। এখন প্রশ্ন হল, পারিশ্রমিক ফিরিয়ে দিলেও গত চার বছর ধরে তার এই সিনেমার জন্য যে পরিশ্রম সেগুলো কি মূল্যহীন হয়ে দাঁড়াবে? শারীরিক গড়নে কাটাছেঁড়া করার পাশাপাশি চরিত্রের প্রয়োজনে মানসিক প্রস্তুতিও নিতে হয়েছিল তাকে। তারপরও যদি পারিশ্রমিক ফিরিয়ে দিতে হয়, তাহলে হিসেব দাঁড়ায় গত চার বছরে আমির খানের কামাই শূন্য।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হক অর্থবহ