Trending
সতর্ক থাকুন রাজ্যবাসী
বায়োমেট্রিক তথ্য হাতিয়ে প্রতারণার অভিযোগ ক্রমশ চওড়া হচ্ছে
প্রতারকদের টার্গেটে প্রবীণ নাগরিকরা
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা
প্রতারকরা ব্যবহার করছেন আধার এনেবলড পেমেন্ট সার্ভিস
কিন্তু কিভাবে টাকা চলছে টাকা হাতানোর প্রক্রিয়া
জবাব দিতে পারছেন না ব্যাঙ্ক বা আধার কর্তৃপক্ষ
প্রান্তিক মানুষের সুবিধার্থে এইপিএস সার্ভিস চালু করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন
এখন মহা ফাঁপরে পড়েছেন প্রান্তিক মানুষেরা
দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রাজ্যবাসী
তাহলে কি রয়ে গেল সিস্টেমেই গলদ?
কেন ধরতে পারছে সরকারি প্রতিষ্ঠানগুলো?
টাকা সুরক্ষিত রাখার জন্য প্রতারকদের কিভাবে শায়েস্তা করা হবে?
কিভাবে আটকানো সম্ভব হবে এই জালিয়াতি?
সদুত্তর কিছু পাওয়া না গেলেও গ্রাহকদের স্বার্থে নিদান দিচ্ছে সংশ্লিষ্ট মহল
রাজ্যবাসীদের অনুরোধ করা হয়েছে বিশেষ একটি পদক্ষেপ নেবার জন্য
গ্রাহকরা সতর্ক থাকলে আটকানো যাবে প্রতারণা
আধার গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য আপাতত লক করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে
মনে করা হচ্ছে, এটাই প্রতারণা আটকানোর একমাত্র উপায়
গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি এই পদ্ধতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে
যত তাড়াতাড়ি সম্ভব বায়োমেট্রিক তথ্য লক করুন সকলেই
সতর্ক হন গ্রাহকরা, যদিও প্রতারণার ধরন নিয়ে চিন্তায় বিশেষজ্ঞদের একাংশ
কবে দূর হবে দুশ্চিন্তা, সেই উত্তর আপাতত উধাও