Trending
সবথেকে কঠিন ব্যাধি গুলির মধ্যে একটি হল ক্যান্সার। সার্ভিকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার হল ক্যান্সারের এক ধরনের ভাগ যা জরায়ুর কোষে ঘটে। এটি সাধারণত জরায়ুর নীচের অংশে ঘটে থাকে। আর এবার এই ক্যান্সারেরে সংক্রমণ প্রতিরোধ করতে সেরাম ইন্সটিটিউট দেশীয়ভাবে তৈরি করল কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন। নির্মাতারা দাবি করছেন, এই ভ্যাকসিনের জন্য প্রতি ৮ মিনিটে একটি করে জীবন রক্ষা হবে সার্ভিকাল ক্যান্সারের হাত থেকে।
ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগের সহযোগিতায়, ভারতের সিরাম ইনস্টিটিউট , প্রথম দেশীয় qHPV ভ্যাকসিন তৈরি করেছে। প্রাপকের বয়সের উপর নির্ভর করে এইচপিভি ভ্যাকসিনগুলি দুই থেকে তিন মাত্রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এইচপিভি ভ্যাকসিনগুলি বিদেশী নির্মাতাদের কাছ থেকে পাওয়া জায় প্রতি ডোজে আনুমানিক ২০০০ থেকে ৩৫০০ টাকায়। কিন্তু এবার ভারতেই তৈরি হওয়ার ফলে তার দাম অনেক কম হবে বলে জানা গিয়েছে।
সেরামের মতে, যদি সার্ভিকাল ক্যান্সার মহিলাদের সংস্পর্শে আসার আগে টিকা দেওয়া হয়, তাহলে এটি জরায়ুর মুখের ক্যান্সারের বেশিরভাগ ঘটনাকে প্রতিরোধ করতে পারে। উপরন্তু, পুরুষ এবং মহিলা উভয়ই মলদ্বারের ক্যান্সার এবং মুখ, গলা, মাথা এবং ঘাড়ের ক্ষতিকারক রোগ প্রতিরোধে এই ভ্যাকসিন সহায়তা করবে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ