Prime
Daily
এক ট্রলার ভর্তি ৮৭ মণ ইলিশ, বিকোলো ২৭ লাখে
By sanchitabpn21 | August 14, 2021
Daily
এক ট্রলার ভর্তি ৮৭ মণ ইলিশ বিকোলো ২৭ লাখে। শুক্রবার সকালে এক ট্রলার ভর্তি ইলিশ মাছ নিয়ে বাংলাদেশের পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আসে ট্রলারটি।
বাংলাদেশের পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাঝি মো. জামাল হোসেনের কাছ থেকে মাছগুলো কিনে নেন মেসার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট। এক একটি মাছের ওজন বেশ ভারী। প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের এক একটি ইলিশ মাছ নিয়ে ফেরে এই ট্রলারটি।
এর আগে কখন এত মাছ ধরা পড়েনি। তবে গত সাতদিন আগে মাঝ সমুদ্রে বেশ কয়েকবার জাল ফেলায় বিপুল পরিমাণ ইলিশ ওঠে। ট্রলারে জায়গা পর্যন্ত দেয়া যায়নি বলে জানান মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
ব্যুরো রিপোর্ট