Prime
Daily
গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলো এক কিশোর
By Business Prime News | March 25, 2021
WordPress database error: [Unknown column 'insertionMethod' in 'where clause']SELECT * FROM nex_xyz_ips_short_code WHERE insertionMethod = 1 AND status = 1
Daily
সঞ্জয় চৌধুরী ,ফারাক্কাঃ স্নান করতে গিয়ে তলিয়ে গেলো এক কিশোর, কিশোরের নাম মীর মিল্টন হোসেন। বয়স ১৮, ঘটনাটি ঘটেছে ফরাক্কা বেণীয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিরপাড়া এলাকায়, সূত্রের খবর আজ ব্রিহস্পতি বার বেলা ১২টা নাগাদ গঙ্গায় স্নান করতে যাই মীর মিল্টন হোসেন এবং তার এক বন্ধু, আর সেই সময় গঙ্গার জলে তলিয়ে যায় , খবর পেয়ে ছুটে আসে স্থানীয় এলাকা বাসিন্দারা তারপর প্রথমে স্থানীয় এলাকা বাসিন্দারা উদ্ধারে কাজ শুরু করে খবর দেওয়া হয় ফরাক্কা থানা পুলিশকে, ফরাক্কা থানা পুলিশ ঘটনা স্থলে এসে উদ্ধারের কাজ শুরু করেছে ।