Jobs

প্রচুর সংখ্যায় নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী। কনস্টেবল, ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে ৯,২২৩ জন। নেওয়া হবে ড্রাইভার, ফিটার, বাগলার, টেলর, মুচি, কারপেন্টার, গার্ডেনার, মোটর মেকানিক ভেহিক্যাল, পেন্টার, কুক, ওয়াটার কেরিয়ারের মত বিভিন্ন পদে। যে কোন স্বীকৃত পর্ষদ থেকে মাধ্যমিক পাশ করতে হবে আবেদনকারীদের। এখানেই জানিয়ে রাখি, মেকানিক মোটর ভেহিক্যালে কনস্টেবল পদের জন্য দুই বছরের মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ করতে হবে আইটিআই থেকে। এছাড়াও থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা। সঙ্গে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে ৩ বছরের- মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেডে। আর প্র্যাকটিকাল অভিজ্ঞতা থাকতে হবে ১ বছরের। অন্যদিকে কনস্টেবল(ড্রাইভার) পদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অবশ্যই বৈধ। এছাড়াও যে সকল ট্রেডে কাজ হবে, সেই সকল ট্রেডে অভিজ্ঞতা থাকাটা খুব জরুরি। আর প্লাম্বার, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। সঙ্গে সেই ট্রেডে আইটিআই পাশ থাকলে মিলবে অগ্রাধিকার।
এখানেই জানিয়ে রাখি আরেকটা বিষয়। কনস্টেবল ড্রাইভার পদের জন্য বয়স থাকতে হবে ১/৮/২০২৩ এর হিসাবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। আর অন্যান্য পদের জন্য বয়স থাকতে হবে ১/৮/২০২৩ এর নিরিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
এখানেই জানিয়ে রাখি, তফশিলিরা পাবেন ৫ বছর, ওবিসিরা পাবেন ৩ বছর এবং প্রাক্তণ সমরকর্মীরা পাবেন নির্দিষ্ট বয়সের ছাড়। ছেলেদের উচ্চতা কমপক্ষে থাকতে হবে ১৭০ সেন্টিমিটার এবং মেয়েদের ১৫৭ সেন্টিমিটার। গোর্খা, সিকিম এবং উত্তর-পূর্বের ছেলেদের জন্য উচ্চতা থাকতে হবে ১৬৫ সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে ১৫৫ সেন্টিমিটার। আর আদিবাসী এবং উপজাতিদের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা থাকতে হবে ১৬২.৫ সেন্টিমিটার এবং মেয়েদের ১৫০ সেন্টিমিটার। সঙ্গে বুকের ছাতি ছেলেদের ক্ষেত্রে না-ফুলিয়ে থাকতে হবে ৮০ সেন্টিমিটার এবং ফুলিয়ে ৮৫ সেন্টিমিটার। সঙ্গে দৃষ্টিশক্তি থাকতে হবে চশমা ছাড়া ৬/৬ দুই চোখে। সুস্থ থাকতে হবে মানসিক এবং শারীরিক দুই দিকেই। তবে শারীরিক কোন প্রতিবন্ধকতা থাকলে আবেদন অগ্রাহ্য করা হবে। মাইনের অঙ্ক ভ্যারি করবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেসড স্কিল টেস্ট, শারীরিক মাপজোখের পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন সহ ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। এই কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে ১ জুলাই থেকে ১৩ জুলাই-এর মধ্যে। এছাড়াও অন্যান্য পরীক্ষার খবর পেয়ে যাবেন নির্দিষ্ট ওয়েবসাইটে। দরখাস্ত অনলাইনে জানানো সম্ভব। ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিলের মধ্যে আবেদন জানানো যাবে। আবেদনকারির কাছে থাকতে হবে বৈধ ই-মেল আইডি। পরীক্ষা ফি বাবদ দিতে হবে ১০০ টাকা অনলাইনে। যদিও তফশিলি, মহিলাদের কোনরকম টাকার প্রয়োজন নেই। বিস্তারিত জানার জন্য নজর রাখুন www.crpf.gov.in –এই ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ