Daily

সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির তরফে নিম্নমানের প্রেসার কুকার বিক্রি করার অভিযোগে ১ লক্ষ টাকার জরিমানা হল দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের। বুধবার সিসিপিএ-র তরফ থেকে এই জরিমানা ধার্য করা হয়েছে। কেন এই সংস্থা তাদের প্ল্যাটফর্মে এই প্রেসার কুকার বিক্রির অনুমতি দিল, তা নিয়েই উঠেছে প্রশ্ন।
সিসিপিএ-র মুখ্য কমিশনার নিধি খারে জানিয়েছেন, ১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে ফ্লিপকার্টকে। এতে গ্রাহকদের অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। মোট ৫৯৮ টি এরকম নিম্নমানের প্রেসার কুকার বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। সিসিপিএ-র নির্দেশ অনুসারে সেই প্রেসার কুকার গুলি ফেরত নিয়ে গ্রাহকদের টাকা দিতে হবে।
ওই সব প্রেসার কুকার বিক্রি করে ফ্লিপকার্টের লাভ হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ২৬৩ টাকা। যে সংস্থা পণ্য বিক্রি করে এত লাভ করেছে, সেই সংস্থা দায় এড়িয়ে যেতে পারে না বলেই মনে করছে সিসিপিএ।
বাজারে গিয়ে জিনিসপত্র কেনার চাইতে বাড়িতে বসেই ই-কমার্স প্ল্যাটফর্মে জিনিসপত্র ক্রয় করার পরিসংখ্যান বেড়েছে অনেকটাই। দোকানে না গিয়ে আঙুলের স্পর্শেই যদি ঘরে জিনিস পৌঁছে যায়, তাহলে মন্দ নিশ্চয়ই নয়। কিন্তু এই ধরনের ই কমার্স সংস্থাগুলির গাফিলতির প্রমান মিলেছে এর আগেও বেশ কয়েকবার। ফলে আবারো আঙুল উঠলো ফ্লিপকার্টের মতন ই-কমার্স সংস্থাগুলির দিকে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ