Daily

রাখে হরি, মারে কে। আক্রান্ত হয়েছিলেন একই পরিবারের ২৬জন সদস্য। সুস্থও হয়ে উঠলেন ২৬জন। এদের মধ্যে একজন আবার অশীতিপর বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে এলাহাবাদে।
জানা গিয়েছে, পরিবারের প্রবীণ সদস্য রাঘবেন্দ্র মিশ্রর বয়স ৮৭ বছর। গত ১১ এপ্রিল তাঁর শরীরে ভাইরাস হানা দেয়। তারপর ১০ দিনের মধ্যে পরিবারের বাকি সদস্যরাও আক্রান্ত হন পরপর।
বয়সজনিত কারণে তাঁকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল পরিবারের সদস্যদের। তার ওপর ২০১২ সালে নিজের অসুস্থ ছেলেকে একটি কিডনিও দান করেছিলেন। যদিও অবশেষে সুস্থ হলেন অশীতিপর রাঘবেন্দ্র।
একমাস কোয়ারেন্টিনে থাকার পাশাপাশি ঘরোয়া চিকিৎসা এবং চিকিৎসকের নির্দেশ মেনে চলাতেই করোনা যুদ্ধে জয়ী হয়েছেন এলাহাবাদের এই মিশ্র পরিবার।
ব্যুরো রিপোর্ট