Daily

ভারী বৃষ্টিতে হাওড়া ডিভিশনে বাতিল হলো একাধিক ট্রেন। অতিভারি বৃষ্টিতে বিপর্যস্ত শহরতলি এবং সংলগ্ন এলাকা। বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি থামার নাম নেই। সামান্য থামলেও, ফের উপুরঝন্তু বৃষ্টিতে ভাসছে রাস্তা ঘাট, রেল লাইন। শহরের সব জায়গায় ছবিটা প্রায় এক। বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কতাও।
তবে এখনই নিস্তার নেই এই প্রবল বর্ষণ থেকে। আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারি পূর্বাভাস দিয়েছে আলিপুর হওয়া অফিস। ডুবেছে রেললাইন। বাতিল হয়েছে একাধিক ট্রেন। কিছু ট্রেন আবার রেসিডিউল করে চালানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া ডিভিশনের কারশেড থেকে শুরু করে রেল লাইন জলের তলায়।
শুক্রবার হাওড়া ডিভিশন থেকে বাতিল করা হলো বেশ কিছু দূরপাল্লার ট্রেন। পূর্ব এক্সপ্রেস, লালকূয়া এক্সপ্রেস, হুল এক্সপ্রেস ও হাওড়া-ভাগলপুর এক্সপ্রেস বাতিল করলো রেলকতৃপক্ষ। যাত্রীদের হয়রানি দূর করতে সময়সূচিতে বদল আনা হয়েছে বেশ কিছু ট্রেনের।
ব্যুরো রিপোর্ট