Trending
বাড়ছে ব্যয় কমছে আয়
সঞ্চয়ের নিরিখে ক্রমশই পিছচ্ছে ভারতীয় পরিবার
বিগত ৩৪ বছরে দেশের পরিবারের সঞ্চয় কমেছে রেকর্ড পরিমাণে
কী বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য?
২০২১-২২ সালের তুলনায় ভারতীয় পরিবারগুলির সঞ্চিত অর্থের পরিমাণ মাত্র ১৩.৭৭ লক্ষ কোটি টাকা।
খরচ বেড়েছে ৭৬ শতাংশ
স্বাধীন ভারতে এই নিয়ে দ্বিতীয়বার এতটা খরচ বেড়েছে পরিবারগুলির।
বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে ভারতীয় পরিবারগুলোর ঋণ নেওয়ার পরিমাণ ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশের মোট জিডিপি-র নিরিখে দেশের পরিবারগুলির সম্পদের পরিমাণ ২০২২-২৩ অর্থবর্ষে কমে দাঁড়িয়েছে ১০.৯ শতাংশে।
পিপিএফ বাদে অনান্য ক্ষুদ্র সঞ্চয়ে বিনিয়োগের পরিমাণ কমেছে
সঞ্চয় হ্রাসের প্রধান কারণ অনুসন্ধান করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানাচ্ছে-
খরচের বহর আকস্মিক বৃদ্ধি পাওয়াই এর একমাত্র কারণ
আয়ের দিকে না তাকিয়েই দেদার খরচ বাড়ছে, পরিবারপিছু হিসেব করলে যা রেকর্ড
বেটার লিভিং-এর অছিলায় সঞ্চয়ে ঘাটতি, ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনবে না তো?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ