Trending
এবার আরেকটি বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল ৯টা নাগাদ শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন ডায়রির পাতা। ব্যস, মুহূর্তে ভাইরাল। বিষয়টা কি? দেব নাকি এনামুল হকের থেকে টাকা নিয়েছেন? বা ঘুরিয়ে বললে, এনামুল হকের থেকে টাকা ঢুকেছে দেবের অ্যাকাউন্টে। কে এই এনামুল হক? গরু পাচার মামলায় যিনি অভিযুক্ত। সেই এনামুলের সঙ্গেই আগে জড়িয়েছিল অভিনেতা দেবের নাম। ইডির ডাক পড়েছিল। দেব সাড়াও দিয়েছিলেন। তবে এবার শুভেন্দু অধিকারী যে দাবি করলেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে, সেটা কার্যত বিস্ফোরক অভিযোগ। এক্স হ্যান্ডেলে শুভেন্দু এই পোস্টের নাম দিয়েছেন, দেবের কীর্তি।
শুভেন্দু এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই দেবের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ। এই বিষয়ে হিরণ বলছেন, এটা তো ওর নিজের ব্যালেন্স শিট। ২০১৬ সালে তিনি জমা করেছেন। এই কারণে ইডি সাড়ে আট ঘন্টা বসিয়ে রেখেছিল। আর উনি যে বলছেন টাকা ফেরত দিয়েছেন, টাকা নিলে তো টাকা ফেরত দেবেন…আজ সারা বাংলা দেখুক কে সত্যি কথা বলছে। আর শুভেন্দু এই পোস্ট করার পরেই কার্যত পাল্টা দিয়েছেন দেব। তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। সঙ্গে এটাও বলেছেন যে, এই তথ্য শুধু ইডি, সিবিআই আর হাইকোর্টের হাতে ছিল। শুভেন্দু কি করে পেলেন? তারপরেই শুভেন্দু অধিকারীর সঙ্গে ইডি-সিবিআই-এর যোগ রয়েছে কিনা প্রশ্ন তুলেছেন।
এখানেই জানিয়ে রাখি যে, ঝাড়গ্রামের নির্বাচনী সভা থেকেই দেবকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। তিনি বলেছিলেন, আগামী ২৩ তারিখ ঘাটালের প্রার্থী সম্পর্কে এমন একটা জিনিস ছাড়ব, আর ওদিন ঘর থেকে বেরোবেন না। সেই মতই পোস্ট করলেন তিনি। আপাতত গরুই এখন তৃণমূল-বিজেপির নির্বাচনী কোন্দলের অন্যতম তরজার বিষয় হয়ে দাঁড়াল। অর্থাৎ শুভেন্দু অধিকারীর তথ্য অনুযায়ী, দেবের অ্যাকাউন্টেই ঢুকেছে গরু পাচারের টাকা! দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ