Trending

আর নয় শুধু লাল সাদা – এক নতুন রূপ নিয়ে আসতে চলেছে দেশের অন্যতম বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। টাটা গ্রুপ ইতিমধ্যেই অধিগ্রহন করেছে এই বিমান সংস্থাকে। বৃহস্পতিবার টাটা গ্রুপের অধীন এই সংস্থা নতুন লোগো ও লিভারির রং প্রকাশ করেছে।
এয়ার ইন্ডিয়া বললেই চোখের সামনে ভেসে ওঠে লাল সাদা রং এর বিমান। এই লাল সাদা রং পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয় নি। বরং এই দুই রং ধরে রেখেই তার সঙ্গে যোগ হয়েছে বেগুনি রং। নতুন লোগোতেও থাকবে এই রং। নতুন লোগোর নাম দ্য ভিস্তা। এই নতুন লোগোটি ডিজাইন করেছেন ফিউচার ব্র্যান্ড ইন্ডিয়া চিফ ক্রিয়েটিভ অফিসার তাসনিম আলি। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই লোগো কে বিশ্লেষণ করতে গিয়ে বলেন যে এই নতুন লোগোর সোনালি উইন্ডো ফ্রেমের চূড়া সীমাহীন সম্ভাবনা ও প্রগতিশীলতার এবং ভবিষ্যতের জন্য সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক। এয়ার ইন্ডিয়ার পরিচিত আইকনিক ম্যাসকট মহারাজাও থাকবেন কিন্তু তার চেহারা্র রঙে কিছু পরিবরতন আসবে।
এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন এর মতে এটা শুধু ব্র্যান্ড চেঞ্জ নয়, এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে আছে অনেক অর্থ, অনেক সময় এবং অনেক আবেগ। আশা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই দেখা যাবে এয়ার ইন্ডিয়ার বিমানে এই নতুন লোগো।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ