Market

২০১৯ সালে কেন্দ্র সরকার জলজীবন মিশন চালু করেছিল। এই মিশনের উদ্যেশ্য হল গ্রামের পরিবারগুলোতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া।
চলতি আর্থিক বছরের জন্য জলজীবন মিশনের প্রথম কিস্তির প্রথম ভাগের টাকা সম্প্রতি বাংলায় এসে পৌঁছেছে। এই খাতে কেন্দ্রের থেকে পাওয়া রাজ্যের বরাদ্দের পরিমাণ ৯৫১ কোটি টাকা। আসলে এই রাজ্যে বিভিন্ন প্রকল্পে কেন্দ্র থেকে পাওয়া বরাদ্দ আটকে আছে অনেক দিন ধরে। কেন্দ্র দাবি করেছে এই বরাদ্দ আটকে থাকার কারণ হল হিসেবে গরমিল। আর এই পাওনা না পাওয়ার জন্য দায়ী করছে রাজনইতিক প্রতিহিংসাকে। আর এই আবহে জলজীবন মিশনে রাজ্যের এই টাকা পাওয়াকে অনেকেই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
প্রথম থেকেই এই জলজীবন মিশনে গুরুত্ব দেবার কথা বলেছেন মোদী। কিন্তু শুরুর দিকে এই রাজ্যে এই প্রকল্পে তেমন গতি ছিল না। জল সংযোগের কাজ বার্ষিক লক্ষমাত্রার কাছাকাছিও পৌঁছতে পারে নি। আর তাই এই প্রকল্পে রাজ্যের ভূমিকা নিয়ে সমালোচনা করে কেন্দ্র অনেকবার প্রশ্ন ও তুলেছিল। এমনকি মাঝে একবার প্রকল্পের টাকা আটকে যাবার মত পরিস্থিতিও তৈরি হয়। সেশে জনস্বাস্থ কারিগরি দপ্তর কেন্দ্রের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দেয়। আর তারপর থেকেই এই প্রকল্প কিছুটা গতিশীল হয়েছে। আর প্রাপ্য বরাদ্দও ঠিকঠাক ভাবে পাওয়া গেছে।
কেন্দ্রীয় তথ্য অনুসারে রাজ্যকে প্রায় ১.৭৩ কোটি পরিবারে জলের সংযোগ দিতে হবে। এখনো পর্যন্ত সংযোগ পেয়েছে ৬৬.৩৩ লক্ষ পরিবার। আগামী মার্চের মধ্যে এক কোটি পরিবারে জল সংযোগ দেওয়ার লক্ষ জেলাগুলোকে বেঁধে দেওয়া হয়েছে। এই গতি যদি ধরে রাখা যায় তাহলে বাকি পরিবারগুলোতেও জল পৌঁছে দিতে সমস্যা হবে না বলেই মনে করছেন দপ্তরের কর্তারা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ