Daily

মায়ানমার থেকে পলাতক ৯০০০ এরও বেশি নাগরিক। গত ফেব্রুয়ারি মাসে সেনা অভুত্থানের পর থেকে পালিয়ে সংলগ্ন মিজোরাম সীমান্ত পর করে ভারতে অনুপ্রবেশ করে তারা। এডি মধ্যে মায়ানমারের এক রাজ্যের মুখ্যমন্ত্রীও আছেন। মিজরামের স্থানীয় নাগরিকরা তাদের খাবার এবং আশ্রয় দিয়েছেন বলে সূত্রের খবর।
আশ্রয় নেওয়া মায়ানমারের নাগরিকদের মধ্যে চিন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ দেশটির ক্ষমতাচ্যুত দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির বেশ কয়েকজন আইনপ্রণেতা রয়েছেন। জানা গিয়েছে তারা মিজোরামের সীমান্তসংলগ্ন জেলাগুলিতে আশ্রয় নিয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা গতকাল মঙ্গলবার জানিয়েছেন, রাজ্যে আশ্রয় নেওয়া মায়ানমারের নাগরিকদের ত্রাণসহায়তা দেওয়ার জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ করা এই অর্থ খুব শিগগির ছাড় দেওয়া হবে।
গত নভেম্বরের নির্বাচনে মায়ানমারের অং সান সু চির দল এনএলডি বিপুল ভোটে জয় পায়। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে বলে দাবিও করেন দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থা। তবে এই নির্বাচনে কারচুপি-জালিয়াতির অভিযোগ আনে দেশের সেনাবাহিনী। যদিও দেশটির নির্বাচন কমিশন সেই অভিযোগ উড়িয়ে দেন। ফেব্রুয়ারিতে সামরিক অভুত্থানের ফলে সু চির নির্বাচিত সরকার উৎখাতের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
সেনা অভুত্থানের পর দেশের গণতন্ত্র পন্থীরা বিক্ষোভ শুরু করলে সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করে। সেনাশাসনবিরোধী এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় সাড়ে ৮০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এখনো পর্যন্ত প্রায় সাড়ে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট