Daily

বি পি এন ডেস্কঃ বিধানসভা ভোটের আগেই বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা পুলিশ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রধান নগর সাদার পোশাকের পুলিশ চম্পাসারি মোড় থেকে অভিযান চালিয়ে অবৈধ মদসহ একটি লরি সহ দুজনকে আটক করে।জানা গিয়েছে আসামের তেজপুর থেকে ঝারখন্ড রাঁচির উদ্দেশ্যে যাচ্ছিল ওই ট্রাকটি।সেই সময় চম্পাসারী মোরে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়।লরির মধ্যে ভুষির বস্তা দিয়ে অবৈধ মদ গুলো ঢেকে রাখা হয়েছিল।প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ ভুষির বস্তা সরাতেই অবৈধ মদের পেটি দেখতে পায়।পুলিশ সূত্রে জানা যায় প্রায় ৯০০ পেটি অবৈধ মদ রয়েছে ঐ লরিতে।আটক মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ থেকে ৪০লক্ষ টাকা।লরি চালক সমেত আরো একজনকে ধরা হয়েছে এই ঘটনায়।তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার তদন্তে নামছে প্রধান নগর থানার পুলিশ।
শিলিগুড়ি থেকে উৎপল পোদ্দারের রিপোর্ট