Daily

ধেয়ে আসছে ইয়াস। বাংলাকে কিছুটা স্বস্তি দিয়ে এবারে তার লক্ষ্য ওড়িশা। কিন্তু বাংলায় তার প্রভাব পড়বে ভালো রকমই। ইতিমধ্যেই দীঘার সমুদ্রে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। শঙ্করপুর সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় জল ঢুকতে শুরু করেছে। তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে উপকূল এলাকার মানুষ। আম্ফানের দুঃসহ স্মৃতি এখনও তাড়া করে বেরাচ্ছে এলাকার মানুষদের। কিন্তু প্রশাসন আগের বারের চেয়ে এবারে আরও ভালোরকম প্রস্তুত। আজ সাংবাদিক বৈঠকে জানালেন এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, প্রকৃতির সঙ্গে মানুষ কখনোই পেরে উঠবে না। কিন্তু এর মধ্যেও প্রশাসনের তৎপরতার ছবিটা তিনি পরিষ্কার করলেন। জানিয়েছেন ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে। এছাড়া তৃণমূল সরকার আসার পরে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে ৪০০০ রিলিফ ক্যাম্প। সেইসকল মানুষদের রিলিফ ক্যাম্প সহ স্কুলবাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। মুখ্যসচিব জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং নবান্নে দু’দিন থাকবেন। বিদ্যুৎ, দমকল, পুরসভাও তৈরি রয়েছে বলে তিনি জানান।
ব্যুরো রিপোর্ট