Daily

পিএম কিষান প্রকল্পের টাকা পাবেন ৯.৭৫ কোটি কৃষক পরিবার। এদিন একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ইতিমধ্যেই পিএম কিষান প্রকল্পের নবম কিস্তির টাকা, কৃষকদের ব্যাংকে ঢুকতে শুরু করেছে।
এই প্রকল্পের আওতায় থাকা দেশের ৯.৭৫ কোটি কৃষক পরিবারের ব্যাপারে মত ১৯,৫০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। অতিমারী পরিস্থিতি ও আর্থিক অনটনের মধ্যে দেশের আয়ের অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে কৃষি। আর এই পরিস্থিতিতে কৃষকদের কি ক্ষমতা, তাও দেখেছে দেশ। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
আগামী ২০৪৭ সাল অর্ন্তগত দেশের ১০০ বছরে, উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়া এখন টার্গেট, জানালেন প্রধানমন্ত্রী। তাতে এক এবং অন্যতম পথ প্রদর্শক হবে কৃষকরা। আর এই বিষয়ে কৃষকদের সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত দেশ। এক কথায় দেশের কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজাতে তৎপর নরেন্দ্র মোদি।
আজ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে বলে সূত্রের খবর। পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম দেখতে পারবেন উপভোক্তারা। এছাড়া যেকোনো সমস্যা সমাধানে টোল ফ্রি নম্বরও চালু করেছে সরকার। যেখানে তাদের সমস্যার কথা জানাতে পারবেন তারা।
ব্যুরো রিপোর্ট