Daily
শেষ হল রাজ্যে অষ্টম দফার নির্বাচন। বাংলা দখল করার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে এটাই ছিল সর্বশেষ ভাগ্য পরীক্ষা। রাজ্যের মোট চারটি জেলায় নির্বাচন হয়ে বেজে গেল সমাপ্তি ঘণ্টা। যার মধ্যে উত্তর কলকাতা, বীরভূম, মালদহ এবং মুর্শিদাবাদ।
একদিকে শেষ দফা যখন চলছে তখন অন্যদিকে ভয়ঙ্কর ভাবে চোখ রাঙাচ্ছে করোনা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচনের শেষ লগ্নে যাতে আর কোন বড় অশান্তি না ঘটে সেদিকেই খেয়াল ছিল নির্বাচন কমিশনের। চার জেলায় মোট ৩৫টি আসনে ২৭৮ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হল। সংঘাত বা বড় কোন দুর্ঘটনা এড়ানোর জন্য কমিশন ৬৬৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। ভোট ময়দানে রাজ্য পুলিশের সংখ্যা ছিল ২৪,৭০৬।
আজ সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। কেন্দ্রীয় বাহিনীর সহ কমিশনের ওপর আস্থা রাখার কথাও জানান তিনি। খুব বড় রকমের কোন সংঘর্ষ না হলেও বোমাবাজি, ভাঙচুরের মত বিক্ষিপ্ত ঘটনার কথা উঠে এসেছে আজকের শিরোনামে। কখনও আঙুল উঠেছে বিজেপির দিকে তো কখনও শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।
বিকেল পাঁচটা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে অনুব্রত’র গড় বীরভূমে। শতাংশের হিসেবে প্রায় ৮১.৮৭%। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৮.০৭%। মালদায় ৮০.০৬%। এবং সবচেয়ে কম ভোট পড়েছে কলকাতায়। শহরে ভোট পড়েছে ৫৭.৫৩%।
দীর্ঘ আট দফার সমাপ্তিতে ইতিমধ্যেই চড়েছে রাজনীতির পারদ। বাংলার মসনদ দখল করবে কে? দিদি না মোদী? খেলা হবে না খেলার শেষ হবে? কে হাসবে শেষ হাসি? সেদিকেই তাকিয়ে রয়েছেন দেশের নাগরিক। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।
ব্যুরো রিপোর্ট