Jobs

কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার বোকারো স্টিল প্ল্যান্ট ৮৫ জন টেকনিশিয়ান নিচ্ছে।
যোগ্যতাঃ মাধ্যমিক পাশ করার পর আই টি আই কোর্স পাশ করে কোনো স্টিল প্ল্যান্ট থেকে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকলে এই পদের জন্য উপযুক্ত।
বয়সঃ ০১-০৫-২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও বি সি রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
শরীরের মাপজোখঃ ছেলেঃ লম্বায় অন্তত ১৫৫ সেমি, ওজন অন্তত ৪৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৫ সেমি এবং ফুলিয়ে ৭৯ সেমি।
মেয়েঃ লম্বায় অন্তত ১৪৩ সেমি, ওজন অন্তত ৩৫ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৭০ সেমি এবং ফুলিয়ে ৭৩ সেমি।
দৃষ্টিশক্তিঃ দূরের ক্ষেত্রে দুই চোখে চশমা ছাড়া ৬/১২। আবার কাছের ক্ষেত্রে J-1।
শূন্যপদঃ ৮৫ টি ( জেনাঃ ৩৫, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ২২, ও বি সি ১০, ইডব্লিউএস ৮ )
বেতনঃ প্রথম বছর মাসে ১২,৯০০ টাকা এবং ২য় বছর মাসে ১৫০০০ টাকা। সফল হলে মূল মাইনে ২৫০৭০-৩৫০৭০ টাকা।
পরীক্ষা ফীঃ ৩০০ টাকা ( তপশিলী, প্রতিবন্ধী,প্রাক্তন সমর কর্মী হলে ১০০ টাকা)
প্রার্থী বাছাই হবে সিবিটি টেস্ট, ইন্টার্ভিউ, স্কিল টেস্ট বা ট্রেড টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, রাঞ্চী,পাটনা ও ভুবনেশ্বরে। ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে। আরো বিস্তারিত জানতে ক্লিক করুণ www.sail.co.in এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ