Market

চলতি মাসের ২৪ তারিখ মুক্তি পাবার কথা রয়েছে ‘৮৩’। তার আগেই আবারও ছবিটি নিয়ে আইনি জট শুরু হল। ছবির অন্যতম প্রযোজক বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে UAE-এর ব্যবসায়ী প্রতারণার মামলা দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। এমনকি ‘৮৩’ ছবির আরও কয়েকজন নির্মাতার বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা।
জানা যাচ্ছে , সংযুক্ত আরব আমিরশাহীর ঐ ব্যবসায়ীর হয়ে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। সিদ্দিকীর অভিযোগ দীপিকা পাড়ুকোন, সাজিদ নাদিয়াদওয়ালা ও কবীর সিং প্রযোজিত ছবিটিতে ১৬ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন আমিরশাহীর ওই ব্যবসায়ী।
ওই ব্যবসায়ীর অভিযোগ ভিব্রি মিডিয়ার তরফে তাঁকে ‘৮৩’ ছবি থেকে ভাল মুনাফার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই কারণে তিনি ১৬ কোটি টাকা বিনিয়োগ করেন এই সিনেমায়। কিন্তু তাঁর দেওয়া ১৬ কোটি টাকার বিশাল অংশ দীপিকা পাড়ুকোন, কবীর খানরা রিটার্ন পেলেও তাঁকে সেই অর্থের কোনো হিসেব দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছেন তিনি। আর এই অভিযোগেই দীপিকা-সহ ‘৮৩’ ছবির অন্যান্য নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ছবির নির্মাতাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবার কথা ছবিটি। ২০১৯ এর অক্টোবর মাসে ছবির শুটিং শেষ হলেও নানা কারণে ছবি মুক্তি আটকে যায় দুবছর। এবার এই আইনি জটিলতায় জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট