Daily

বক্স অফিসে বড়সড় ধাক্কা খেল কবীর খান পরিচালিত, রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘৮৩’ । প্রায় ১৭০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ছবি নির্মাতারা। বড়দিনের ঠিক আগে ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। আকাশছোঁয়া প্রত্যাশা থাকলেও ভারতে এতদিনে মাত্র ৭৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে ‘৮৩’।
পরিচালক কবীর খান দাবি করেছেন, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়াতেই ছবির ব্যবসা এত খারাপ হয়েছে। বেশ কিছু রাজ্যে প্রেক্ষাগৃহে ৫০ শতাংশ আসন সংখ্যা কমিয়ে দেওয়া এবং দিল্লি, হরিয়ানাতে প্রেক্ষাগৃহ সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাওয়ায় লাটে উঠেছে ব্যবসা।
সূত্রের খবর, এই পরিমাণ ক্ষতি দেখে রণবীর নাকি আর বায়োপিক ছবিতে অভিনয় না করারই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয়ের জন্য বেশ বড় অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, যেটুকু লাভ হয়েছে ছবি থেকে তার মধ্যেও নাকি ভাগ বসিয়েছেন তিনি। কিন্তু এত প্রচার, এতদিন অপেক্ষা করার পরেও ছবির ব্যবসা ভালো না হওয়ায় স্বভাবতই হতাশ সিনেমার প্রযোজক থেকে পুরো কাস্টিং টিম।
ব্যুরো রিপোর্ট