Daily

আমেরিকায় পড়তে যাওয়ার নিরিখে কার্যত রেকর্ড করল ভারতীয় পড়ুয়ারা। আমেরিকা দূতাবাস সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে সে দেশে পড়তে যাওয়ার ভিসা পেয়েছে প্রায় ৮২ হাজার ভারতীয় পড়ুয়া। যা এই সময়সীমার মধ্যে সর্বকালীন রেকর্ড। নয়াদিল্লির আমেরিকা দূতাবাস এবং কলকাতা, মুম্বই, হায়দরাবাদ ও চেন্নাইয়ে আমেরিকার কনস্যুলেট থেকে পাওয়া তথ্যের দিয়ে জানা গিয়েছে, যে সকল ভারতীয় ছাত্র-ছাত্রীরা আমেরিকার ভিসা চেয়েছিলেন তাঁদের মধ্যে আবেদন মঞ্জুর হয়েছে ৮২ হাজার জনের ।
বিভিন্ন শিল্পের পাশাপাশি করোনার কারণে নেতিবাচক প্রভাব পরেছিল ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও। ভারতের তুলনায় আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো এবং তার গুনগত মান অনেক ভালো। আর ঠিক সেই কারণেই প্রতিবছরই উচ্চশিক্ষা নিতে আমেরিকায় যান বহু পড়ুয়া। কিন্তু করোনা আবহে বেশ ভালো রকম ছেদ পরেছিল সেটায়।
কিন্তু গত শিক্ষাবর্ষে ১ লক্ষ ৭৭ হাজার ছাত্র-ছাত্রীকে ভিসা দিয়ে নতুন রেকর্ড গড়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম চার মাসে ভিসা পেয়েছিলেন প্রায় ৫৫ হাজার। প্যাট্রিসিয়া জানান, প্রাথমিক প্রবণতা বলছে এ বছর সামগ্রিক ভাবেই গত বারের রেকর্ড ভেঙে যাবে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ