Market

অতিমারিতে পৃথিবী জুড়ে যে কয়েকটি দেশ একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল, তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম। কিন্তু এই দেশটি এতটাই দ্রুত নিজের ক্ষত সারিয়ে নিতে পেরেছে যে গত জুন মাসেই গোটা আমেরিকায় সাড়ে ৮ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। সেই অনুযায়ী কর্মনিয়োগেও এসেছে জোয়ার। জানা গিয়েছে, এই কর্মসংস্থান তৈরি হয়েছে গত ৩ মাসে এবং এত কর্মসংস্থান তৈরি হওয়ার কারণে ওপেন জবে যোগদান করার জন্য এখন কর্মীদের রীতিমত ঢল নেমেছে।
সম্প্রতি সেইদেশের শ্রমমন্ত্রক জানিয়েছে, আবারও অর্থনীতির চাকা ঘুরতে শুরু করায় অতিমারিতে বেহাল অর্থনীতির পালে লেগেছে জোয়ার। মানুষও আর ঘরে বন্দি থাকছে না। আর যে কারণে ভ্রমণ, কেনাকাটা, বিভিন্ন খেলার অনুষ্ঠান সহ বিনোদনের মধ্যে নিজেদের জীবনকে জড়িয়ে নিচ্ছে। প্রি-কোভিড সময়ে সে দেশের যত সংখ্যক মানুষ ফ্লাইটে যাতায়াত করতেন আবারও ফিরে আসছে সেই একই ছবি। ফলে বিমানবন্দরের ব্যস্ততা ৮০% ফিরে এসেছে। যা দেখে স্পষ্ট আমেরিকা ফিরছে তার অর্থনৈতিক মজবুতের জায়গায়।
আর গোটা ছবিটার প্রতিফলন পড়েছে মার্কিন মুলুকের কর্মসংস্থানে। যে কারণে বহু ব্যবসায়িক সংস্থা রেকর্ড নাম্বার জব অফার করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। মূলত রেস্তরাঁ, ট্যুরিজম এবং বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের কাছে অফার করা আছে সাধারণের চেয়ে বেশি পারিশ্রমিক। যদিও সেই দেশের অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কর্মসংস্থানের এই জোয়ার এলেও এখনও বেকারত্বের হার রয়েছে ৩.৫ শতাংশ। যা খুব তাড়াতাড়ি মুছে ফেলতে সক্ষম হবে বাইডেন প্রশাসন।
ব্যুরো রিপোর্ট