Daily

সৌমিত্র গাঙ্গুলী, পশ্চিম বর্ধমান: শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বড়োসড়ো সাফল্য! ৪৮ঘন্টায় টাকাসহ ৭জন কে গ্রেফতার করে পুলিশ । ঘটনার বিবরণে জানা যায় , বরাকরের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে, বরাকরের এক বিল্ডার্স ব্যাবসায়ী টাকা জমা করতে আসেন । সেইসময় ওই ব্যাবসায়ীর ৬ লক্ষ টাকা ছিন্তাই করে কয়েকজন দুষ্কৃতি পালায় । ঘটনার অভিযোগ পাওয়া মাত্র কুলটি থানার পুলিশ তদন্তে নেমে । ৪৮ ঘন্টার মধ্যে ছিন্তাই হওয়া ৫লক্ষ ৫ হাজার টাকাসহ ৭ জন কে গ্রেফতার করে কুলটি থানার পুলিশ !অভিযুক্তদের বাড়ি কুলটি ও আসানসোল এলাকাতে। জানা যায় পুলিশ সিসি টিভি ফুটেজের সাহায্যেই ছিনতাইকারীদের পাকড়াও করতে সমর্থ হয় । ঘটনার তদন্ত চলছে ।