Prime
Daily
একদিনে কলকাতায় ৭.৫ লক্ষ ভ্যাকসিন
By Business Prime News | June 3, 2021
Daily
কিছুতেই মিটছে না ভ্যাকসিন সংকট। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই নিয়ে দ্বৈরথ চলছেই। কিন্তু এরই মাঝে আবারও রাজ্যে এসে পৌঁছল সাড়ে সাত লক্ষ ভ্যাকসিন।
গতকাল সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ৫ লক্ষ ২০ হাজার ৫৫০টি কোভিশিল্ডের ডোজ। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পুনের সিরাম ইনস্টিটিউট থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাল এই ভ্যাকসিন।
এছাড়াও হায়দ্রাবাদের ভারত বায়োটেক থেকে ২ লক্ষ ৬৬ হাজার ৭৯০টি কোভ্যাক্সিন কেনে রাজ্য সরকার। গতকাল এই ভ্যাকসিনও রাজ্যে এসে পৌঁছায়। সব মিলিয়ে মোট ৭ লক্ষ ৮৭ হাজার ৩৪০টি করোনা ভ্যাকসিন গতকাল কলকাতায় এসে পৌঁছাল।
মানস চৌধুরী, কলকাতা