Daily

ইলশে গুঁড়ি বৃষ্টিতে ট্রলার ভর্তি ইলিশ এলো বাংলাদেশে, বিকলো দেড় কোটিতে। ১৭০ মণ বা সহজে বললে ৬৩৪৫ কিলোগ্রাম ওজনের ইলিশ নিয়ে এলো ট্রলার। পাথরঘাটা বাজারে এসে পড়তে পারেনি, হুড়মুড়িয়ে বিক্রি হয়ে গেছে সব। বিক্রির মূল্য? দেড় কোটি! ট্রলার মালিকতো আহ্লাদে আধখানা হয়ে সোনার চেন দিয়ে পুরস্কৃত করলেন ট্রলার চালককে।
আবহাওয়া অনুকূল থাকলেও পরিস্থিতি সঙ্গ দেয়নি। তাই বাংলাদেশের বাজারে এতদিন উপচে পড়েনি ইলিশের ভীড়। এদিকে বিশে মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত মৎস্য কূলের প্রজনন ঋতু থাকায় সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা ছিল । তবে ৬৫ দিনের সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেও সাগরে ইলিশের দেখা মেলেনি। এরপর বেশ কিছুটা হতাশ হয়েই ১৯ তারিখ পাইলট ইমরান হোসেনের নেতৃত্বে জেলেরা ‘এফ বি আল মদিনা’ ট্রলার নিয়ে যাত্রা শুরু করেন। চট্টগ্রামের কাছে মৌখালি নামক এক জায়গায় আচমকাই ট্রলার দার করিয়ে জাল ফেলার নির্দেশ দেন সেইখানেই জাল ফেলার নির্দেশ দেন ইমরান হোসেন।
পরদিন সকালেই ঘটলো মিরাকল্। যে ইলিশ ধরা দিয়েও রয়ে যাচ্ছিল অধরা, এবার তারা একসাথে দেখা দিল। মণ মণ ইলিশ ধরা দিয়েছে জালে, আর হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে। এক কিলোগ্রামের চেয়ে বড় ওজনের ইলিশ মিলেছে ওই ট্রলারে। ১৭০ মণ ইলিশ ধরা পড়ায় খুশি মালিক এনামুল হোসাইন। এদিন ট্রলার বন্দরে আসার সাথে সাথে উল্লাসে মেতে ওঠেন সকলে। আর এই তাজ্জব ঘটনার পর আশার আলো দেখছেন মৎস্যজীবীরা।
ব্যুরো রিপোর্ট