Jobs

ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং বিভিন্ন পদে প্রায় ৬২ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য উপযুক্ত
ই ডি পি সুপারভাইজারঃ যে কোন শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংএর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ হলে উপযুক্ত। প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্ট এর বিষয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ ৩৭ বছরের মধ্যে
মূল মাইনেঃ ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা
শূন্যপদঃ ২১ টি (সংরক্ষিতদের জন্য ছাড় আছে)
স্টেনোগ্রাফারঃ যে কোন শাখার উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। সেক্রেটারিয়েল প্র্যাক্টিসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। কম্পিউটারে ইংরিজি শর্টহ্যান্ডে ঘণ্টায় অন্তত ৮০০০ কী ডিপ্রেশনে গতি থাকা বাঞ্ছনীয়। কোন সংস্থায় স্টেনোগ্রাফির কাজে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভাল।
বয়সঃ ২৭ বছরের মধ্যে
মূল মাইনেঃ ২৫৫০০ থেকে ৮১১০০ টাকা
শূন্যপদঃ ৪ টি ( সংরক্ষিতদের জন্য ছাড় আছে)
মাল্টি টাস্কিং স্টাফঃ ক্লাস ফাইভ পাশেরা যোগ্য
বয়সঃ ২৭ বছরের মধ্যে
মূল মাইনেঃ ১৮০০০ থেকে ৫৬৯০০ টাকা
শূন্যপদঃ ১১টি ( সংরক্ষিতদের জন্য ছাড় আছে)
সব কটি পদের জন্যই বয়স হতে হবে ২১-১২-২০২৩ এর হিসেবে। তপশিলীরা ৫ বছর এবং ও বি সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। ২১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা বা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। সফল হলে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। আর বিস্তারিত জানতে ক্লিক করুন http://nios.cbt-exam.in বা www.nios.ac.in ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ