Daily

কুম্ভমেলায় যেভাবে জনসুনামি হয়েছিল তাতে আশঙ্কার দিন গুনছিলেন চিকিৎসকমহল। যদিও কুম্ভ মেলায় কতজন আক্রান্ত হয়েছেন সেই নিয়ে কোন সঠিক তথ্য তুলে ধরেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট চোখ কপালে তুলে দিয়েছে চিকিৎসকদের।
দেখা গিয়েছে মধ্যপ্রদেশে কুম্ভ মেলা থেকে ফেরা ৬১ জনের একটি দলের করোনা টেস্ট করা হয়। সেখানে দেখা যায়, ৬১ জনের মধ্যে ৬০ জনই করোনায় আক্রান্ত। এই খবর চাহর হতেই আবারও মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বহু প্রশ্ন উঠেছে। কারণ, অনেকেই মনে করছেন, এই সময় কুম্ভমেলার আয়োজন করাটা খুবই ভুল হয়েছে। কারণ যা পরিস্থিতি তাতে সংক্রমণের ভয় ষোল আনা।
কেন্দ্রীয় সরকার থেকে যতই জানানো হোক কোভিড বিধি সম্পর্কে, সচেতন করার কথা বলা হোক, কিন্তু ব্যপক ভিরের মধ্যে পুলিশের করার কিছু ছিল না। এর পরেই সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ঠিক এক বছর আগে তবলিগি জামাতে কয়েকশো লোকের জমায়েতে পুলিশ ঢুকে পড়ে। গ্রেফতারও করা হয় কয়েকজনকে। তাহলে এবারে কেন কুম্ভ মেলা নিয়ে নীরব থাকল সরকার- উঠছে সেই প্রশ্নও।
ব্যুরো রিপোর্ট