Jobs

রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে জেলার বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু হোলো। সেইসঙ্গে নার্স সহ জিডিএমও পদে ১২০৭ জন এবং জেনারেল নার্স (জিএনএম) ও বিএসসি গ্রেড-টু নার্স সহ অন্যান্য পদ মিলিয়ে মোট ছয় হাজারের বেশি পদে কর্মী নিয়োগ করা হবে।
এখনো পর্যন্ত জেলা স্তরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সকের ঘাটতি রয়েছে। সেইসঙ্গে নার্সের সংখ্যাও কম। তাই সমস্ত সমস্যা মেটাতেই এতগুলি পদে নিয়োগ করতে চলেছে রিক্রুটমেন্ট বোর্ড। এখনো পর্যন্ত জিডিএমও পদের জন্য ২৪৯২টি আবেদনপত্র জমা পড়েছে। আবেদনকারীদের ই-মেল মারফত জানানো হয়েছে, আগামী ২৭ জানুয়ারি থেকে দুই সপ্তাহ পর্যন্ত তাঁরা বিভিন্ন নথি অনলাইনে আপলোড করতে পারবেন। অনলাইনে সমস্ত নথি খতিয়ে দেখার পর তবেই পরীক্ষার জন্য ডাকা হবে। জিএনএম পদে ৯ হাজার ৫৪১ জন এবং বিএসসি নার্সিং পদে ২ হাজার ১৮৮ জন আবেদনকারীর নথি খতিয়ে দেখার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি জিডিএমও এবং শেষের দিকে নার্স পদে নিয়োগের পরীক্ষার পরিকল্পনা রয়েছে। অনলাইনে পরীক্ষায় যাতে উন্নত প্রযুক্তির ব্যবহার করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট