Market
এমনিতেই ভারতের বাজারে দেখা গিয়েছে অস্থিরতা। তার উপর রিজার্ভ ব্যাঙ্কের আকস্মিক সুদ বাড়ানোর সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলল শেয়ার বাজারে। সেনসেক্স এবং নিফটি একইসঙ্গে পতন দেখল ২ শতাংশের বেশি। তার জেরেই লগ্নিকারীরা এক ধাক্কায় হারালেন ৬.২৭ লক্ষ কোটি টাকা।
বুধবার দুপুরবেলা দেশের শীর্ষ ব্যাঙ্ক সুদ বাড়ানোর ঘোষণা করে। তারপরেই দেখা যায় সেনসেক্স ১৩০৬.৯৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৫,৬৬৯.০৩ পয়েন্টে। অন্যদিকে ৩৯১.৫০ পয়েন্ট নামে নিফটির সূচক দাঁড়ায় ১৬,৬৭৭.৬০ পয়েন্টে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে দেশে মূল্যবৃদ্ধি হচ্ছিল তাতে আজ নয় কাল রিজার্ভ ব্যাঙ্ককে সুদ বৃদ্ধির পথে হাঁটতেই হত। এদিন ব্যাঙ্কিং সেক্টর সহ গাড়ি এবং আবাসনের শেয়ারগুলি পতন দেখেছে সবচেয়ে বেশি। তবে এই মূল্যবৃদ্ধির কোপে পড়েছে আমেরিকাও। যে কারণে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দেয়। ফলে ভারতের বাজারে এমনিই অস্থিরতা তৈরি হয়েছিল। এরপর রিজার্ভ ব্যাঙ্কের সুদ বৃদ্ধির ঘোষণা করায় শেয়ার বাজার পতন অনেকটাই নিশ্চিত হয়ে পড়ে। বিদেশি লগ্নিকারীরা ৩ হাজার কোটি টাকার বেশি পুঁজি ভারতের বাজার থেকে তুলে নিলেও দেশীয় সংস্থাগুলি ১ হাজার কোটি টাকারও বেশি লগ্নি করেছে শেয়ার বাজারে। এখন প্রশ্ন হচ্ছে, সুদের হার বাড়ানোর জন্য কি ভারতের শেয়ার বাজারকে আবারও দফায় দফায় পতন দেখতে হবে? এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন লগ্নিকারীরা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ