Prime
Start-Up Story
Journey of 6 Ballygunge Place
By BPN DESK | August 27, 2023
WordPress database error: [Unknown column 'insertionMethod' in 'where clause']SELECT * FROM nex_xyz_ips_short_code WHERE insertionMethod = 1 AND status = 1
বাঙালি খাবারের অন্যতম সেরা ঠিকানা ৬ বালিগঞ্জ প্লেস। চপ, কাটলেট, বিরিয়ানি- You may like anything. কিন্তু বাঙালি খাবারটা ইমোশন। আর ইমোশনের সঙ্গে আপোষ করা যাবে না। না বাঙালি আপোষ করবে। না এই বাঙালিবাবু আপোষ করবেন। আর তাই জন্যই তো ৬ বালিগঞ্জ প্লেসকে নিয়ে আজও নতুন কিছু করার স্বপ্ন দেখেন অনিন্দ্য বাবু। শহর থেকে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ- স্বপ্ন সীমানা যাবে না। স্রোতের বিপরীতে হাঁটার স্পর্ধা কজন দেখাতে পারেন? ৬ বালিগঞ্জ প্লেসের অজানা সব কিছু শুনুন প্রাইম টকের এপিসোডে।