Daily

অবশেষে অপেক্ষার অবসান। উৎসবের মরশুমের শুরুর সাথে সাথেই দেশ জুড়ে শুরু হতে চলেছে ফাইভ-জি পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ অক্টোবর একটি অনুষ্ঠানে সূচনা করবেন ফাইভ-জি পরিষেবার। সরকারের ন্যাশনাল ব্রডব্য়ান্ড মিশনের তরফে শনিবার একটি টুইট করে জানানো হয়েছে এই বিষয়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,ভারতের ডিজিটাল ট্রান্সফরমেশন ও সংযোগ এক উচ্চতায় নিয়ে গিয়ে এশিয়ার সবথেকে বড় টেকনোলজি প্রদর্শনী ইন্ডিয় মোবাইল কংগ্রেসে ভারতে ৫জি পরিষেবা চালু করবেন বলে জানা গিয়েছে ।এই সভার আয়োজন করেছিল টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) ও সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (COAI) যৌথভাবে।
এদিকে গত সপ্তাহেই কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব জানিয়েছিলেন, যেখানে অন্যান্য দেশ ফাইভ জি পরিষেবা ৪০ থেকে ৫০ শতাংশ কভারেজের জন্য বহু বছর সময় নিয়েছে। সেখানে ভারত অনেক কম সময়ে ৮০ শতাংশ কভারেজের লক্ষ্যমাত্রা নিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন ফাইভ-জি পরিষেবার দৌলতে আগামী ২০২৩ থেকে ২০৪০ সালের মধ্যে ৩৬ লক্ষ কোটি টাকা আয় হবে সরকারের।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ