Daily

১ মিনিটে ডাউনলোড দেড় জিবি! এ কি স্বপ্ন? আজ্ঞে না, এটা সত্যি। হ্যাঁ ৫ জি নেটওয়ার্কের কথাই বলছি। ‘কবে সার্বিক স্তরে চালু হবে এই ৫জি পরিষেবা?’ এই প্রশ্নের উত্তরের জন্যই চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছে সাধারণ জনতা। তবে জানেন তো, ৫জি পরিষেবা চালু হলেই তো আর হল না। সেই পরিষেবা গ্রহনের জন্য প্রয়োজন উপযুক্ত হ্যাণ্ডসেটের। আর সেই ক্রেজেই এবার বেড়েছে ৫জি ফোনের চাহিদা।
ভারতের মানুষের কাছে এখন যে স্মার্ট ফোনগুলি রয়েছে, সেইগুলির বেশিরভাগটাই কেবল ৪জি পরিষেবা গ্রহনের উপযুক্ত। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে টোটাল স্মার্ট ফোন বেসের মধ্যে ৫জি ফোন কেবল ৮ শতাংশই। আর এই বিষয়েই এবার ভারতী এয়ারটেলের অনুমান, চলতি উৎসবের মরসুমেই চরচড়িয়ে বাড়তে পারে ৫জি হ্যান্ডসেট বিক্রির পরিসংখ্যান। আর এই বিক্রির গ্রাফ এতটা বেড়ে যাওয়ার কারণ হিসাবে মনে করা হচ্ছে, বিভিন্ন প্রাইস সেগমেন্টে বিভিন্ন ব্র্যান্ডের ফোন বাজারে আসা। ১০০০০ টাকা থেকে শুরু ৫০০০০ টাকা। সাধ্যের ওপর ভিত্তি করে কমবেশি সকলেই এবার এই ফোন কিনতে পারবেন বলে মনে করছে ভারতী এয়ারটেল।
সার্বিক স্তরে ৫জি সার্ভিস চালু না হওয়ার কারণ যে কেবল উপযুক্ত ফোন না থাকা এমনটা একদমই নয়। এক হাতে তো আর তালি বাজে না। বিভিন্ন টেলিকম সংস্থাগুলির এখনও সঠিক ইনফ্রাস্ট্রাকচার না তৈরি হওয়ার কারণও রয়েছে এসবের মধ্যে। যদিও এই ক্ষেত্রে এয়ারটেল দাবি করছে যে, ২০২৩ এর মার্চের মধ্যে তারা ভারতের বেশকয়েকটি অংশে এই পরিষেবা চালু করতে সক্ষম হবে তারা। গোটা দেশে এই পরিষেবা চালু হতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে ভারতী এয়ারটেল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ