Market
চলছে ৫জি স্পেকট্রামের নিলাম। কেন্দ্রীয় সরকার তিনদিন নিলাম বাবদ ঘরে তুলছে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা। বৃহস্পতিবার নিলাম হওয়ার পর জানালেন কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
প্রসঙ্গত ৫জি স্পেকট্রাম নিয়ে বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যেই দর কষাকষি চালাচ্ছে। তার মধ্যে যেমন এই নিলামে অংশ নিয়েছে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, আদানি গোষ্ঠী এবং ভোডাফোন আইডিয়া। জানা গিয়েছে, প্রথম দিনেই প্রত্যাশার চেয়ে অনেকটা বেশি সাড়া পায় কেন্দ্র। একইসঙ্গে বুধবার নবম রাউন্ডের শেষে দরপত্র পাওয়া যায় ১,৪৯,৪৫৪ কোটি টাকা। আর তৃতীয় দিনের পর সেই অঙ্কটা পৌঁছে যায় ১,৪৯,৬২৩ কোটি টাকায়।
উল্লেখ্য, দেশে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট আনার জন্য কেন্দ্র বহুদিন ধরেই ৫জি স্পেকট্রাম আনার পরিকল্পনা করেছিল। এই নিয়ে শুরু হয় নিলাম। জানা গিয়েছে, নিলামের জন্য দেশের প্রথম সারির বেসরকারি সংস্থাগুলি ভালোরকম প্রতিযোগিতায় অংশ নেয়। তার মধ্যে জোর চর্চা শুরু হয় মুকেশ অম্বানি এবং গৌতম আদানিকে নিয়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন প্রতিযোগিতার এই মঞ্চে কে এগিয়ে থাকেন সেটাই দেখার। তবে যত যাই হোক, নিলাম যে টেলিকমমন্ত্রককে ভালোরকম অক্সিজেন দিচ্ছে সেটা কেন্দ্রের বক্তব্য থেকে স্পষ্ট।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ